ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের উদ্যোগে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার খিলগাঁওয়ে জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম খিলগাঁও মাদ্রাসায় এ সম্মেলন হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দারুল উলুম দেওবন্দ ভারতের দাওয়া বিভাগীয় প্রধান শাহ আলম গৌরখপুরী। তিনি বলেন, ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কুরআন হাদীস তথা শেষ নবী মুহাম্মদ সা. এর জীবন আদর্শে নিহিত রয়েছে মানব জাতীর অফুরন্ত কল্যাণ। কুরআন এবং রাসূল সা. এর সুন্নাহ মোতাবেক না চলায় আজ দেশে-দেশে অরাজকতা চলছে। তাই আমাদেরকে ইহকালীন ও পরকালীন জীবন সুন্দর করতে কুরআন এবং রাসূল সা. সুন্নাহ আঁকড়ে ধরতে হবে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, মাওলানা আল আমিন, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আব্দুর রাজ্জাক নদভী, মাওলানা শিব্বীর আহমদ কাসেমী, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা কুরবান আলী কাসেমী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আব্দুল মালেক, মাওলানা আবু হানিফ  প্রমূখ।