আল্লাহর রাসুল (সা.) ইফতারে কী খেতেন?

রমজানের রোজা মুসলিম উম্মাহর ওপর ফরজ বিধান। মহান আল্লাহর হুকুমে পানাহার ত্যাগ করে মুসলিম ব্যক্তি সারাদিন রোজা রাখেন। তার কাছে ইফতারের সময় ও কী দিয়ে ইফতার করবেন– এ বিষয় দুটি গুরুত্বপূর্ণ। ইফতারের সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে রাসুল (সা.) বলেছেন, রোজাদাদের জন্য দুটি আনন্দ রয়েছে। একটি ইফতারের সময়, অন্যটি তার মালিক আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভের সময়।’ (মুসলিম শরিফ)

দ্বিতীয় বিষয়টি– কী দিয়ে ইফতার করবেন। এক্ষেত্রেও হাদিসে আলোকপাত করা হয়েছে। সালমান ইবনে আমির (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ রোজা রাখলে সে যেন খেজুর দিয়ে ইফতার করে, খেজুর না হলে পানি দিয়ে; নিশ্চয় পানি পবিত্র।’ (আলফিয়্যাতুল হাদিস : ৫৬২)

আনাস বিন মালেক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘মহানবী (সা.) নামাজের আগে কয়েকটি কাঁচা খেজুর খেয়ে ইফতার করতেন। যদি কাঁচা খেজুর না থাকতো, তাহলে শুকনো খেজুর দিয়ে। যদি শুকনো খেজুরও না থাকত, তাহলে কয়েক ঢোক পানি দিয়ে।’ (সুনানে তিরমিজি, রোজা অধ্যায় : ৬৩২)

ইফতারে দেরি না করা মহানবীর (সা.) সুন্নত। রাসুলের (সা.) বিভিন্ন হাদিস থেকে ও সাহাবিদের আমল থেকে এমনটাই প্রমাণিত হয়। সাহল ইবনে সাদ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘যতদিন মানুষ যথাসময়ে ইফতার করবে, ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে।’ (বুখারি শরিফ, হাদিস : ১৮২১)

শিক্ষক: মাদরাসাতুল কোরআন ওয়াস্সুন্নাহ ঢাকা।