রোজা অবস্থায় ইনজেকশন, টিকা, ইনসুলিন নেওয়া যাবে?

রোজা অবস্থায় টিকা, ইনসুলিন বা ইনজেকশন নেওয়া যাবে। এসব কারণে রোজা ভাঙবে না। তেমনিভাবে অসুস্থতার কারণে গ্লুকোজ স্যালাইন (যা খাবারের কাজ দেয়) নিলেও রোজার ক্ষতি হবে না। তবে অসুস্থতা ছাড়া গ্লুকোজ স্যালাইন নেওয়া নাজায়েজ।

তথ্যসূত্র : রদ্দুল মুহতার ২/৩৯৫ ও মাজাল্লা মাজমাউল ফিকহিল ইসলামী, সংখ্যা ১০, ২/৯৪।

রোজা ভেঙে যাওয়ার কারণ হচ্ছে, স্বাভাবিক প্রবেশপথ দিয়ে শরীরে (পেট বা সরাসরি নাকের মাধ্যমে মস্তিষ্কে) কোনও কিছু প্রবেশ করানো। অস্বাভাবিক প্রবেশপথ দিয়ে ভেতরে কোনও কিছু প্রবেশ করলে রোজা ভঙ্গ হয় না। ইনসুলিন দেওয়া হয় ত্বকে, এতে শরীরের শক্তিও বাড়ে না। আবার যেসকল প্রাণরক্ষাকারী ইনজেকশন বা টিকা রগে বা মাংস পেশিতে দেওয়া হয়, সেগুলোতেও রোজা ভাঙবে না।