ঘুষ দিয়ে নেওয়া চাকরির বেতন কী হালাল?

ঘুষ আমাদের সমাজে মহামারির মতো ছড়িয়ে পড়েছে। অন্যায় সুবিধা নিতে সাধারণ মানুষও ঘুষ দিতে কার্পণ্য করেন না। চাকরি-বাকরি দেওয়া-নেওয়ার ক্ষেত্রে ঘুষের আদান-প্রদান অনেক বেশি। কিন্তু প্রশ্ন হচ্ছে— ঘুষ দিয়ে নেওয়া চাকরির বেতন কী হালাল হবে?

আসলে ইসলামের দৃষ্টিতে ঘুষ দেওয়া ও নেওয়া একটি মারাত্মক অপরাধ এবং হারাম। মহানবী (সা.) ঘুষদাতা ও ঘুষ গ্রহীতাকে অভিসম্পাত করেছেন। এজন্য ঘুষ দিয়ে চাকরি নেওয়া জায়েজ হবে না। 

এতে একদিকে ঘুষ প্রদানে কবিরা গুনাহ হয়, অন্যদিকে ঘুষদাতা অযোগ্য হলে অন্য চাকরিপ্রার্থীর হক নষ্ট করারও গুনাহ হয়। তাই এমন কাজ থেকে বিরত থাকা কর্তব্য।

পক্ষান্তরে কেউ যদি প্রকৃতপক্ষে চাকরির যোগ্য হন এবং ঘুষ প্রদান হারাম হওয়া সত্ত্বেও ঘুষ দিয়ে চাকরি নেন এবং পরবর্তী সময়ে তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করেন, তাহলে এভাবে চাকরি নেওয়া নাজায়েজ হলেও বেতন হালাল হয়ে যাবে। কিন্তু যদি তিনি তার কর্মক্ষেত্রের অযোগ্য হন এবং একই সঙ্গে যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে তার জন্য ওই চাকরিতে থাকা বৈধ হবে না। আর ঠিকমতো দায়িত্ব পালন না করে বেতন নেওয়াও বৈধ হবে না। 

তথ্যসূত্র: জামে তিরমিজি, হাদিস: ১৩৩৭, আবু দাউদ, হাদিস: ৩৫৮২ ও তাফসিরে কুরতুবি: ৬/১৮৪