খালেদা জিয়ার অন্তর থেকে ঐক্যের ডাক এসেছে: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাককে ভিন্নভাবে ব্যাখ্যা না করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তিনি (খালেদা জিয়া) জাতীয় ঐক্যের যে আহ্বান দিয়েছিলেন তা সম্পূর্ণরূপে তার অন্তর থেকে আসা। জাতীয় দায়িত্ববোধ থেকে, জাতীয় নেতা হিসেবে তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। একবারও ভাবেননি এখানে দলীয় কোনও ব্যাপার আছে কিনা।

শুক্রবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘সাগর-রুনী’ মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই আশঙ্কার কথা বলেন। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রখ্যাত সাংবাদিক ও প্রাক্তন মন্ত্রী আনোয়ার জাহিদের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি।

মির্জা ফখরুল বলেন, ‘জাতীয় ঐক্যের ডাক নিয়ে কোনও ভ্রান্তির অবকাশ নেই। সুতরাং এই আহ্বানে যারা কথা বলতে চান, শামিল হতে চান তাদের সঙ্গে কথা বলা হচ্ছে। এখানে কোনও বিভ্রান্তির সুযোগ নেই। তাই বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা না করে বিএনপি নেত্রীর যে আকাঙ্ক্ষা তাতে একমত হওয়া উচিত।’

জাতীয় ঐক্যের ডাকে সাড়া না দেওয়ায় আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ কখনও জাতিকে রক্ষা করার আহ্বানে সাড়া দেয়নি। এজন্যই তারা এই আহ্বানকে উপেক্ষা করেছে। শুধু উপেক্ষাই করেনি, জাতিকে বিভক্ত করতে কাজ করে যাচ্ছে।’

বর্তমান পরিস্থিতিকে দেশের জন্য ‘ভয়াবহ অশনিসংকেত’ অভিহিত করে নিকট ভবিষ্যতে বাংলাদেশ আফগানিস্তান ও পাকিস্তানের মতো অস্থিতিশীল রাষ্ট্রে পরিবর্তিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘শাসক দল তার চিরায়ত একদলীয় শাসন প্রবর্তনের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে।'

সরকার ক্ষমতায় টিকে থাকতে জঙ্গিবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘এজন্য তারা অত্যাচার-নির্যাতন চালাচ্ছে। প্রথম দিকেই জঙ্গিবাদ দমনের নামে ১৬ হাজার মানুষ গ্রেফতার করা হলো। পরে তারাই বললো, ১৮৯ জন জঙ্গি ধরা পড়েছে। তাহলে বাকি ১৫ হাজার কোথায়? আবার যাদের ধরা হচ্ছে, তাদের কেউই আদালতের মুখ দেখছে না, বন্ধুকযুদ্ধে নিহত হচ্ছে।’

একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই সব সংকটের সমাধান হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, দৈনিক ইনকিলাবের সহকারী বার্তা সম্পাদক ওবায়দুর রহমান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, এসপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ,  ডিএল এর সাধারণ সম্পাদক সাইফুউদ্দিন মনি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ প্রমুখ।

আরও পড়ুন- 

সাত প্রকাশের জবানিতে গুলশান হামলার ভয়াবহ চিত্র

'ভারতে আটক ৩৬ শিশুকে আইনি সহায়তা দিতে প্রস্তুত মাসুম'

/এসটিএস/এফএস/