বিএনপি’র নতুন স্থায়ী কমিটির প্রথম বৈঠক বৃহস্পতিবার

বিএনপিবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল বৃহস্পতিবার দলের নতুন স্থায়ী কমিটির প্রথম বৈঠক ডেকেছেন। এ ছাড়া আগামী শনিবার ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বুধবার বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।

জানা গেছে, নতুন স্থায়ী কমিটির প্রথম বৈঠকে মূলত কমিটির নতুন সদস্যদের নিয়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া, শূন্য দুটি পদ পূরণ এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প সম্পর্কে দলের অবস্থান কী হবে তা আলোচনা হতে পারে।

বিএনপি’র নতুন স্থায়ী কমিটির সদস্যরা হলেন বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, তরিকুল ইসলাম, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জে. (অব.) আ.স.ম.হান্নান, এমকে আনোয়ার, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ।

/এসটিএস/এসএনএইচ/টিএন/