শক্তিশালী বিরোধী দলের অভাবেই দেশে জঙ্গিবাদ: মওদুদ

একটি শক্তিশালী বিরোধী দলের অভাবেই দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ‘র‌্যাম্প্যান্ট করাপশন অব আওয়ামী রুল’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মওদুদসহ অন্যরাপ্রধান অতিথির বক্তব্যে মওদুদ বলেন, ‘সারা দেশের জনগণকে নিয়ে জাতীয় ঐক্য করলে তা আওয়ামী লীগ ও দেশের জন্য ভালো হবে। কখনও এককভাবে জঙ্গিবাদ দমন করা যায় না। তাই এখানে জাতীয় ঐক্যের প্রয়োজন হয়।’

ক্ষমতাসীনদের উদ্দেশে সাবেক এই মন্ত্রী বলেন, ‘সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। তবেই দেশের এসব সমস্যার সমাধান হবে। দেশে এতবড় রাজনৈতিক শূন্যতা থাকলে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ সুযোগ নিবে।’ গণতান্ত্রিক শক্তিগুলো দুর্বল করে দেওয়া হলে দেশে দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদের সৃষ্টি হয় বলেও মন্তব্য করেন তিনি।

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সাবেক সংসদ সদস্য শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রওশন আরা ফরিদ প্রমুখ।

/এসআইএস/এমও/