জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা


বিএনপি৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, ‘৭ নভেম্বর সকাল ৬টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে শাখা কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। এ দিন সকাল ১০টায় শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। এছাড়া, এ দিন পোস্টার,ক্রোড়পত্র প্রকাশ করা হবে।’
তিনি আরও জানান,‘অনুমতি সাপেক্ষে ৭ অথবা ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভা করা হবে।’
যৌথসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু,যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার,সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হারুন অর রশিদ,সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স,বিলকিস জাহান শিরিন,শ্যামা ওবায়েদসহ বিএনপির সম্পাদক মন্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এসটিএস/ এপিএইচ/

আরও পড়ুন:  

বিএনপিকে কাউন্সিলের আমন্ত্রণ জানালো আ.লীগ