উদ্বোধনী অধিবেশনে ছিলেন না শেখ রেহানা ও জয়

শেখ রেহানা ও সজীব ওয়াজেদ জয়আওয়ামী লীগের ২০তম সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন না শেখ রেহানা ও সজীব ওয়াজেদ জয়। যদিও তাদের দু’জনকেই কাউন্সিলর করা হয়েছিল।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন। তাতে ঢাকা দক্ষিণ থেকে কাউন্সির করা হয়েছিল শেখ রেহানাকে। আর জয়কে করা হয়েছিল রংপুর থেকে। কিন্তু শনিবারের উদ্বোধনী অধিবেশনে এদের কেউই উপস্থিত ছিলেন না। জানা গেছে, শেখ রেহানা দেশের বাইরে রয়েছেন। তবে দেশে থাকলেও সম্মেলনে দেখা যায়নি সজীব ওয়াজেদ জয়কে।

শনিবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর আগে বিভিন্ন জেলার আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পদকরা সম্মেলন স্থলে এসে উপস্থিত হন। সম্মেলন স্থলে বিদেশি অতিথি, মন্ত্রিসভার সদস্য এবং দলের কেন্দ্রীয় নেতা, কাউন্সিলর ও ডেলিগেটরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে ৬ হাজার ৫৭০ জন কাউন্সিলর অংশ নেবেন। এছাড়া ৩০ হাজারের মতো ডেলিগেটও উপস্থিত থাকবেন। সম্মেলনের কাউন্সিল অধিবেশন হবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে।

/পিএইচসি/এআরএল/

আরও পড়ুন: 
সম্মেলন শুরুর আগেই রাজধানীজুড়ে ভোগান্তি

সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন কাউন্সিলররা

আ. লীগের ২০তম জাতীয় সম্মেলন আজ

সেলফি না তোলার আহ্বান নেতাকর্মীদের