আ. লীগের কর্মকাণ্ড এখন নির্বাচনকেন্দ্রিক হবে

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করেই এখন থেকে দলের সব কর্মকাণ্ড পরিচালিত হবে। তিনি বলেন, ‘আগামী নির্বাচনে জয়ী হয়ে আমরা আবারও জনগণের সেবা করার সুযোগ গ্রহণ করতে চাই এবং আমাদের সব কর্মকাণ্ড এখন নির্বাচনকে কেন্দ্র করেই পরিচালিত হবে।’

টানা অষ্টম বারের মতো দলের সভাপতি নির্বাচিত হওয়ার পর রবিবার বিকালে সংক্ষিপ্ত ভাষণে শেখ হাসিনা একথা বলেন।

২০১৯ সাল নাগাদ আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে ইঙ্গিত করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘নির্বাচনে দল নিয়ে কোনও প্রশ্ন উঠুক- এটা কোনওভাবেই কাম্য নয়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কখনও চাইবো না, আগামী নির্বাচনে আওয়ামী লীগ নিয়ে কোনও প্রশ্ন উঠুক। আমি চাই, আমাদের দল নির্বাচনে জয়ী হয়ে আবারও জনগণকে সেবার করার সুযোগ লাভ করুক।’

আওয়ামী লীগের মতো বৃহৎ একটি রাজনৈতিক দলের সভাপতির দায়িত্ব পালনকে গুরুদায়িত্ব উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আপনারা আবারও আমার ওপর এই গুরুদায়িত্বটি অর্পণ করেছেন এবং আমি এই দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতার ও নিষ্ঠার সঙ্গে পালনে সচেষ্ট থাকব।’

দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী হিসেবে একইসঙ্গে দায়িত্ব পালন কঠিন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা আবারও আমাকে সেই কঠিন দায়িত্বই অর্পণ করেছেন এবং আমি সেটা গ্রহণও করেছি।’

প্রধানমন্ত্রী এ সময় দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তাঁর সরকারের উন্নয়ন কর্মসূচিগুলো অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ‘আমরা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডগুলো অব্যাহত রাখতে চাই। এ বিষয়ে আপনাদের সহযোগিতা আমার একান্তভাবেই কাম্য।’

সূত্র : বাসস।

/এআরএল/