বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের ‘শান্তিপূর্ণ’ বিক্ষোভের ডাক

জামায়াতে ইসলামী২০০৬ সালের ২৮ অক্টোবর ‘হত্যাকাণ্ডের খুনীদের’ বিচারের দাবিতে এবং ‘সরকারের গুম, খুন, হত্যা, সন্ত্রাস ও জুলুম-নির্যাতনের’ প্রতিবাদে আগামী ২৭ অক্টোবর বৃহস্পতিবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ ডেকেছে জামায়াতে ইসলামী। পাশাপাশি পরদিন  শুক্রবার (২৮ অক্টোবর) সারাদেশে দোয়া দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার রাতে এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়,‘সরকারের গুম, খুন, হত্যা, সন্ত্রাসসহ জুলুম-নির্যাতনে’ দেশের জনগণ বর্তমানে অতিষ্ঠ।
শফিকুর রহমানের বিবৃতিতে দাবি করা হয়, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সন্ত্রাসীরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে হামলা চালিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ৬ জন নেতা-কর্মীকে লগি-বৈঠা দিয়ে নির্মমভাবে পিটিয়ে এবং গুলি করে হত্যা করেছিল। সহস্রাধিক মানুষকে আহত করেছিল। সে হত্যাকাণ্ডের আজ পর্যন্ত কোনও বিচার হয়নি।’
শফিকুর রহমান বলেন, ‘একদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সরকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীসহ বিরোধী দলের নেতা-কর্মীদের গুম, খুন, হত্যা করাচ্ছে। অন্যদিকে সরকারি দলের সন্ত্রাসীরা সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সরকারের জুলুম-নির্যাতনে দেশের জনগণ বর্তমানে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে বসবাস করছে।’
এসটিএস/এপিএইচ/