প্রধানমন্ত্রী স্বীকার করেছেন, আগের নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল: বি. চৌধুরী

বদরুদ্দোজা চৌধুরী (ফাইল ফটো)গত নির্বাচনসহ আগের নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই স্বীকার করেছেন বলে দাবি করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

‘আর নয় ২৮ অক্টোবর, গণতন্ত্র প্রতিষ্ঠায় সকল দলের অংশ গ্রহণে জাতীয় নির্বাচনের দাবি’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা ও মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে প্রধানমন্ত্রী বলেছেন, আগামী দিনের নির্বাচন প্রশ্নবিদ্ধ করলে চলবে না। তার এ কথায় প্রমাণিত হয় ৫ জানুয়ারির নির্বাচনসহ বিগত দিনে অনুষ্ঠিত হওয়া নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল। তার এ স্বীকারোক্তির জন্য তাকে ধন্যবাদ।’

সুষ্ঠু নির্বাচন করতে সবার সঙ্গে আলোচনায় বসতেই হবে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন গণতান্ত্রিক সরকারের প্রথম ধাপ। এ ক্ষেত্রে আমাদের প্রধান কাজ সাহসী এবং ন্যায়বান এবং সত্যনিষ্ঠ নির্বাচন কমিশন গঠন করা। যিনি আইন ছাড়া কাউকে ভয় পান না।’

সরকার ও বিরোধী দল নির্বাচনে সমান সুযোগ না পাওয়া পর্যন্ত দেশে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন বদরুদ্দোজা চৌধুরী।

সংগঠনের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খান, মুসলিম লীগের মহাসচিব আবুল খায়ের, সাংঠনিক সম্পাদক এস এইচ খান আসাদ প্রমুখ। 

/আরএআর/এসএনএইচ/