জনগণের সমস্যা সরকারকে জানানো দলের দায়িত্ব


প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের সভাপতিমণ্ডলীর বৈঠক
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘দলের দায়িত্ব হলো জনগণের সুবিধা-অসুবিধা চিহ্নিত করে তা সরকারকে জানানো। আমরা আর্থ-সামাজিক খাতে যে উন্নতি করেছি, দল তা প্রচার করে আমাদের সহযোগিতা করবে।’ শুক্রবার সন্ধ্যায় গণভবনে দলের নব-নির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম সভায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দলই নয়, একটি প্রতিষ্ঠানও। আওয়ামী লীগ স্বাধীনতা এনেছে। এই সংগঠনকে সুসংগঠিত করে দেশের উন্নতি করাই আমাদের লক্ষ্য।’ দলের ২০তম সম্মেলন সফল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সম্মেলনে যেসব বিদেশি অতিথি এসেছিলেন, তারা সবাই আমাদের উন্নয়ন ও আর্থ-সামাজিক অবস্থার প্রশংসা করেছেন।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে। এখন আমাদের একটাই লক্ষ্য- অর্থনৈতিক মুক্তি অর্জন। এই লক্ষ্য স্থির করেই আমরা এগিয়ে যাচ্ছি।’ তিনি বলেন, ‘আজ নতুন কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যদের প্রথম বৈঠক হলো। এখানে দলের সদস্যদের নির্বাহী সদস্য নির্বাচিত করা হবে।’
বৈঠকে সৈয়দ আশরাফুল ইসলাম ছাড়া সভাপতিমণ্ডলীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

/পিএইচসি/এআরএল/ এপিএইচ/

আরও পড়ুন:

নির্বাচন নিয়ে আ. লীগে চাঙাভাব

গুলিস্তানের ফুটপাত ফের হকারদের দখলে

এ বছর শেষ হচ্ছে না রিজার্ভ চুরির তদন্ত