আগামী নির্বাচনে কারচুপি করলে ঠ্যাং ভেঙে ফেলা হবে: দুদু

জাতীয় প্রেসক্লাবে শামসুজ্জামান দুদুআগামী নির্বাচনে কেউ জনগণের ভোট কারচুপি করতে গেলে তাদের ঠ্যাং ভেঙে ফেলা হবে বলে হঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে এবং নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনা থাকতে পারবেন না। তাকে সরে যেতে বাধ্য করা হবে। আর সেই নির্বাচনে যদি কেউ জনগনের ভোট ছিনিয়ে নিতে চায় তাহলে তাদের ঠ্যাং ভেঙে ফেলা হবে।’

রবিবার (৩০ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জিয়া পরিষদ আয়োজিত  বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহকে নিয়ে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, 'বিএনপি নির্বাচনে অংশ নেবে এই ভেবে সরকারের মাথা গরম হয়ে গেছে। তবে যে যা বলুক, আগামীর সরকার বিএনপির সরকার। আগামী দিনের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।’

আয়োজক সংগঠনের সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কবির মুরাদের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চোধুরী, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ওবায়দুল হক, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

আরও পড়ুন- 



পপুলারের টয়লেটে তরুণীর ভিডিও ধারণের কথা স্বীকার করেছে সুমন

/আরএআর/এফএস/