সমাবেশের অনুমতি নিয়ে কুৎসিত রসিকতা করছে সরকার: নজরুল ইসলাম

নজরুল ইসলাম খান


সরকার বিএনপির সমাবেশের অনুমতি নিয়ে কুৎসিত রসিকতা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার (১২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ওলামা দল আয়োজিত ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' শীর্ষক এক আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমরা সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের সমাবেশের অনুমতি তো দেওয়া হয়নি বরং অনুমতির বিষয় নিয়ে সরকার রসিকতা করেছে।

বিএনপির এই নেতা বলেন, ‘‘সরকারের আতঙ্কে আমাদের অনেক নেতাকর্মী তাদের বাড়িঘর ছেড়ে রাস্তায় রাস্তায় ঘুরছে এমনকি 'বিএনপি' নেতাদের পুকুরের মাছ ও গাছের ফল আওয়ামী লীগের নেতারা লুটপাট করছে। আমাদের কাছে এর রেকর্ড 'তথ্য' আছে। এ যেন মধ্যযুগীয় বর্বরতা।’’

তিনি বলেন, বর্তমান সরকার একটি মামলাবাজ সরকার। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে ও হয়রানি ক্ষমতায় টিকে থাকতে চায়।
ওলামা দলের সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে সভায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মো. নেছারুল হক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ প্রমুখ।

/আরএআর/টিএন/