বুধবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

খালেদা জিয়াআগামীকাল বুধবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাত সাড়ে আটটায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

আজ  (মঙ্গলবার) রাত পৌনে আটটায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা প্রধান মাহবুবুর রহমান। 

ধারণা করা হচ্ছে, কালকের বৈঠকে নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রস্তাবনা চূড়ান্ত করবে বিএনপি। ইতোমধ্যে দলটির কয়েকজন সিনিয়র নেতা কমিশন পুনর্গঠন নিয়ে কাজ করছেন।
এর আগে নতুন কমিশন গঠন নিয়ে আগামী শুক্রবার  প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর ওয়েস্টিন হোটেলে এ নিয়ে সংবাদ সম্মেলন করবেন।
এদিকে স্থায়ী কমিটির বৈঠকের পর বৃহস্পতিবার ২০ দলীয় জোটের সঙ্গে বসতে পারেন খালেদা জিয়া। তবে এ ব্যাপারে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।
জোটের শরিক দল আওয়ামী ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জোটের বৈঠকের কোনও খবর এখনও পাইনি। তবে শুক্রবার সংবাদ সম্মেলনে যেতে দাওয়াত দেওয়া হয়েছে।’
এসটিএস / এপিএইচ/

আরও পড়ুন: সমন্বয় নেই শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায়