খালেদা জিয়াই এখন মহাসংকটে রয়েছেন: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশ নয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মহাসংকটে রয়েছেন।’

শনিবার দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাঠানো এক বিবৃতির জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খালেদার বিবৃতি দলটির চিরায়ত মিথ্যাচারের নতুন সংস্করণ।’
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অতীতের যে কোনও সময়ের চেয়ে অনেক উন্নত ও স্থিতিশীল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিশ্বখ্যাত জরিপ সংস্থা গ্যালপের সাম্প্রতিক জরিপে প্রকাশিত হয়েছে- ১৪১টি দেশের মধ্যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি প্রথম ৩০টি রাষ্ট্রের মধ্যে। এই জরিপে বাংলাদেশের অবস্থান যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার চেয়েও উপরে এবং জাপান ও নিউজিল্যান্ডের সমপর্যায়ে। সেখানে খালেদা জিয়ার মিথ্যাচার কেবল অন্তঃসারশূন্যই নয়, প্রতিহিংসার নতুন বহিঃপ্রকাশ।’
তিনি বলেন, শেখ হাসিনার ভিশনারি নেতৃত্বে বাংলাদেশ এখন টেকসই উন্নয়ন এবং জনকল্যাণের পথে দুর্বার গতিতে এগিয়ে চলছে। কিন্তু খালেদা জিয়া দেশ ও জাতির এই উন্নয়ন, কল্যাণ সহ্য করতে পারছেন না। তাই আমি বলতে চাই দেশ নয় স্বয়ং খালেদা জিয়াই এখন মহাসংকটে রয়েছেন।’ 
ওবায়দুল কাদের আওয়ামী লীগের উন্নয়ন ও কল্যাণের অগ্রযাত্রায় দিশেহারা, দিকভ্রান্ত খালেদা জিয়াকে প্রতিহিংসার মানসিকতা ছেড়ে ইতিবাচক রাজনৈতিক ধারায় ফিরে আসার আহ্বান জানান।

 /পিএইচসি/এসটি/