খালেদা জিয়ার মা তৈয়্যবা মজুমদারের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

তৈয়্যবা মজুমদার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মা তৈয়্যবা মজুমদারের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে বুধবার (১৮ জানুয়ারি)। ২০০৮ সালের এ দিনে তিনি ইন্তেকাল করেন।
তৈয়্যবা মজুমদার জিয়াউর রহমানের শাশুড়ি ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নানী। তিনি দিনাজপুরের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তৈয়্যবা মজুমদার মারা যাওয়ার সময় খালেদা জিয়া ও তারেক রহমান জেলে ছিলেন। পরে তাদের দু’জনকেই মঈন-ফখরুদ্দিন সরকার প্যারোলে মুক্তি দেন।’
শায়রুল জানান, মায়ের মৃত্যুবার্ষিকীতে খালেদা জিয়া বিশেষ নামাজ আদায় করেছেন ও কোরআন তেলাওয়াত করেছেন। এছাড়া, খালেদা জিয়া দেশবাসীর কাছে তার মায়ের রুহের মাগফেরাত কামনা করে দোয়াও চেয়েছেন।

/এসটিএস/টিআর/