সার্চ কমিটিতে আ. লীগের মনোভাবের প্রতিফলন থাকলে কঠোর কর্মসূচি: রিজভী

রুহুল কবির রিজভী

সার্চ কমিটিতে আওয়ামী লীগের মনোভাবের প্রতিফলন থাকলে বিএনপি তা প্রত্যাখ্যান করে কঠোর ও শক্তিশালী কর্মসূচি দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে ‘২৫ জানুয়ারি বাকশাল গঠন দিবসকে গণতন্ত্র হত্যা দিবস পালন উপলক্ষে’ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে জাতীয় নাগরিক সংসদ।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন আমি কিছুক্ষণ আগেই জেনেছি রাষ্ট্রপতি ৬ সদস্য বিশিষ্ট সার্চ কমিটির তালিকা পাঠিয়েছেন। কিন্তু ওই ৬ জন কে কে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে যদি ওই সার্চ কমিটিতে আওয়ামী লীগের মনোভাবের প্রতিফলন ঘটে তাহলে বিএনপি তা প্রত্যাখ্যান করবে। 

রাষ্ট্রপতির সামনে অগ্নি পরীক্ষা উল্লেখ করে তাকে (রাষ্ট্রপতিকে) উদ্দেশ করে তিনি বলেন, এবার বোঝা যাবে আাপনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি নাকি জনগণের রাষ্ট্রপতি। যদি শেখ হাসিনার কথা শুনে সার্চ কমিটিতে তাদের মনোভাবের প্রতিফলন রাখেন তাহলে বুঝবো আপনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি।

তিনি আরও বলেন, আমরা আপনার প্রতি আস্থা রাখি, আপনি নিরপেক্ষ সার্চ কমিটি দেবেন। বিএনপি যেন সার্চ কমিটিকে সমর্থন করতে পারে, বিএনপিকে যে সার্চ কমিটি প্রত্যাখ্যান করতে না হয় তেমন সার্চ কমিটিই গঠন হবে বলে আমরা আপনার প্রতি আস্খা রাখি। কিন্তু যদি তার উল্টো হয় তাহলে আমাদের কঠোর কর্মসূচি দিয়ে রাজপথে নামা ছাড়া আরও কোনও উপায় থাকবে না। আর এর জন্য দেশের যে কোনও পরিস্থিতির জন্য সব দায় দায়িত্ব আপনাকেই নিতে হবে।

সভাপতিত্ব করেন, জাতীয় নাগরিক সংসদের সভাপতি মিসেস খালেদা ইয়াসমিন। সঞ্চালনা করেন শাহবাগ থানা কৃষক দলের সভাপতি এম জাহাঙ্গীর আলম। 

/আরএআর/টিএন/