‘বিএনপি সার্চ কমিটি নিয়েও সমালোচনা করেছে, ইসি নিয়েও করতে পারে’

মাহবুব উল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের কাছ থেকে যে নাম নেওয়া হচ্ছে এর মধ্য থেকেই নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠিত হবে। এখানে বিতর্ক করা কিছু নেই। বিএনপি সার্চ কমিটি নিয়েও সমালোচনা করেছে, হয়তো ইসি নিয়েও করবে। কারণ এদের কাজই সমালোচনা করা।’ 

১৯৯৪ সালে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পরের দিন দুর্বৃত্তদের হাতে নিহত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লীগের ২৩ নং ওয়ার্ডের নেতাদের স্মরণে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচনে আসা কিংবা বয়কট করা একটি দলের গণতান্ত্রিক অধিকার। তাই ২০১৩ সালে তারা যখন নির্বাচন বয়কট করেলেও আমরা কিছু বলিনি। আমাদের বক্তব্য হলো, তারা নির্বাচন কমিশনকে বিতর্কিত করা চেষ্টা করেছিল। এবারেও তাই করছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, স্থানীয় সাংসদ হাজী সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ অনেকে।

 /পিএইচসি/এসটি/