নতুন ইসি দৃষ্টান্ত স্থাপন করবে: জাতীয় পার্টি

জাতীয় পার্টিনতুন নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দৃষ্টান্ত স্থাপন করবে বলে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।

মঙ্গলবার রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানান দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, এমপি।

রুহুল আমিন হাওলাদার বলেন, ‘নির্বাচন কমিশনে যারা নিয়োগ পেয়েছে এবং যে প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাছাই করা হয়েছে সেটা নিয়ে আমাদের কোনও প্রশ্ন নেই। তারা নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কিনা? সেটাই মূল বিষয়।’

সংবাদ সম্মেলনে জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের বলেন, ‘নির্বাচন কমিশন যে প্রকিয়ায় বাছাই করা হয়েছে সেটি সর্ব মহলে গ্রহণযোগ্য। আমি মনে করি, নতুন কমিশন নিয়ে কাজ করার পরই তাদের মূল্যায়ন করতে হবে।’

সংবাদ সম্মেলনে জাপার কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

/এসটিএস/এসএনএইচ/