কুসিক নির্বাচনে বিএনপি প্রার্থী সাক্কুকে ২০ দলের সমর্থন

বিএনপিকুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক সাক্কুকে সমর্থন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ২০ দলীয় জোট। পাশাপাশি এই নির্বাচনে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে ২০ দলীয় জোটের পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জোটের মহাসচিব পর্যায়ের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জোটের সমন্বয়ক ও  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল মতিন সাউদ, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার, ইসলামী ঐক্যজোটের আব্দুল করিম, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব মুহাম্মদ শফিকউদ্দিন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব মো. আবু তাহের, বাংলাদেশ লেবার পার্টির যুগ্ম মহাসচিব মো. সামসুদ্দিন পারভেজ, ন্যাশনাল আওয়ামী পাটির (ন্যাপ-ভাসানী) ভারপ্রাপ্ত মহাসচিব গোলাম মোস্তফা আকন্দ, বাংলাদেশ ইসলামিক পার্টির  মহাসচিব মো. আবুল কাশেম, ডেমোক্রেটিক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী, বাংলাদেশ পিপলস লীগের মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন এবং সাম্যবাদী দলের কেন্দ্রীয় সম্পাদক সাইদ আহমেদ।

সভায় গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং অবিলম্বে গণবিরোধী এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানানো হয়।

/এসটিএস/এসএনএইচ/