১৪ বছর পরে মহিলা আ.লীগের সম্মেলন আজ, আলোচনায় তিন নেত্রী

আওয়ামী লীগআওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের সম্মেলন আজ শনিবার (৪ মার্চ)। প্রায় ১৪ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগঠনটির সম্মলন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ১১টায় সম্মলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলন সফলভাবে সম্পন্ন করার সব প্রস্তুতিও শেষ করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা। আর সংগঠনের নেতাকর্মীরা আশা করছেন, সম্মেলনে নবীন-প্রবীণের সমন্বয়ে নতুন নেতৃত্ব আসবে।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনে সংগঠনের নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনাও। আওয়ামী লীগের নীতি-নির্ধারণী সূত্রগুলো বলছে, সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য আলোচনায় রয়েছেন তিন নেত্রী। তারা হলেন— সংগঠনের বতর্মান সভাপতি আশরাফুন্নেসা মোশাররফ, সহ-সভাপতি সাফিয়া খাতুন ও ঢাকা (উত্তর) মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহেদা তারেক দৃপ্তি।
জানা গেছে, সর্বশেষ ২০০৩ সালের ১২ জুলাই মহিলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে আশরাফুন্নেসা মোশাররফ সভাপতি ও ফজিলাতুন্নেসা ইন্দিরা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিল। পরে ২০০৯ সালে ফজিলাতুন্নেসা ইন্দিরা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য নির্বাচিত হলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন পিনু খান। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর সম্মেলন করতে পারেনি সংগঠনটি। তাতে করে সংগঠনের কাযর্ক্রমও অনেকটাই ঝিমিয়ে পড়ে।

সংগঠনটিকে ফের চাঙ্গা করে তুলতেই দীর্ঘ বিরতির পর সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছে মূল দল আওয়ামী লীগ। কেবল মহিলা আওয়ামী লীগই নয়, দলের সবগুলো সহযোগী সংগঠনকেই আবার সক্রিয় করে তোলার পরিকল্পনা নিয়ে কাজ করছেন ক্ষমতাসীন রাজনৈতিক দলটি।

আরও পড়ুন-
‘নির্বাচনকালীন সরকারে বিএনপির অংশগ্রহণের সুযোগ নেই’

‘বর্তমান ইসিও রকিব কমিশনের পথে অগ্রসর হচ্ছে’

/পিএইচসি/টিআর/