‘বিএনপির নিবন্ধন বাতিল হলে কোনও দলেরই নিবন্ধন থাকবে না’

বক্তব্য রাখছেন ড. খন্দকার মোশাররফ হোসেনবিএনপির নিবন্ধন বাতিল হলে দেশে কোনও দলেরই নিবন্ধন থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শনিবার (৪ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদী নাগরিক সভায় তিনি একথা বলেন।

সভায় খন্দকার মোশাররফ বলেন, ‘আওয়ামী লীগের অনেক নেতা বলছেন, বিএনপির নিবন্ধন বাতিল করা হবে। কিন্তু আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, এদেশের ক্ষমতার অধিকার জনগণ। বিএনপির নিবন্ধন বাতিল করা হলে এ দেশে কোনও দলেরই নিবন্ধন থাকবে না।’

বিএনপির নিবন্ধন যদি আদৌ বাতিল হয় তাহলে দেশে যে নৈরাজ্যের সৃষ্টি হবে তার দায়ভার আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই নিতে হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তার ভাষ্য, ‘আগামী সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ যে ষড়যন্ত্র করে চলেছে তা বুঝতে বাকি নেই জনগণের।’

খন্দকার মোশাররফ বলেছেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে গণতন্ত্র রক্ষার নামে জনগণ ও বিদেশিদের সঙ্গে প্রতারণা করেছে আওয়ামী লীগ। আবারও ৫ জানুয়ারির মতো নির্বাচন ব্যবস্থা তৈরির ভুল স্বপ্ন দেখছেন তারা।’

খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল। এখানে নিজের বক্তব্যে খন্দকার মোশাররফ আরও বলেন, ‘খালেদা জিয়াকে বাইরে রেখে আওয়ামী লীগ নির্বাচনের যে স্বপ্ন দেখছে তা কোনোদিন পূরণ হবে না।’

আয়োজক সংগঠনের সভাপতি শাহজাদা সৈয়দ মো. ওমর ফারুক পীর সাহেবর সভাপতিত্বে আলোচনা সভায় আরও ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, খালেদা ইয়াসমীন, নিপুণ রায় চৌধুরী, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

/আরএআর/জেএইচ/