জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করলেন ববি হাজ্জাজ

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে এনডিএম প্রতিনিধি দলের বৈঠকবাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. থমাস প্রিন্জের সঙ্গে বৈঠক করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে গুলশানস্থ জার্মান দূতাবাসে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে এনডিএম প্রতিনিধি দলের বৈঠকে বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র ও আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার ব্যাপারে আলোচনা হয়। এসময় ববি হাজ্জাজ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় জার্মান সরকারের আরও সহযোগিতার প্রত্যাশার কথা জানান রাষ্ট্রদূতকে।
জার্মান রাষ্ট্রদূত ববি হাজ্জাজের কাছে বাংলাদেশের সমৃদ্ধ গণতান্ত্রিক ভবিষ্যতের আশাবাদ ব্যক্ত করেছেন।
বৈঠকে এনডিএম প্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যাপক আব্দুল্লাহ এম তাহের। এসময় জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মাইকেল সুলথেসিসও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বুধবার জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও

নতুন নাগরিকত্ব আইন জনগণ মানবে না: মঈন খান

/এসটিএস/টিআর/