ইসলামি দলগুলো নিয়ে মহাজোট গঠন করা হবে: এরশাদ

এইচ এম এরশাদ
বিরোধী দলে থাকলেও ইসলামি ও সমমনা দলগুলোকে নিয়ে আরও একটি মহাজোট গঠন করা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

তিনি বলেন, ‘দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামি মূল্যবোধের কোনও বিকল্প নেই। মূলত এ জন্যই ইসলামি দলগুলোকে নিয়ে এ মহাজোট গঠন করা হবে।’

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় ইসলামি মহাজোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ৩৪টি সংগঠন ঐক্যবদ্ধ হয়ে নতুন করে জাতীয় ইসলামি মহাজোট নামে আত্মপ্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এরশাদ বলেন, ‘ইসলামি মূল্যবোধই পারে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে। কিন্তু আজ  নানাভাবে ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ইসলামকে জড়ানো হচ্ছে।দেশকে নিয়ে চারদিকে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে।এই মুহূর্তে সকলের ঐক্যের প্রয়োজন। জাতীয় পার্টি ইসলামি মূল্যবোধে বিশ্বাসী ও সমমনা সব দলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহী।’

তিনি বলেন, ‘আজ  দেশের সর্বত্রই গুম, খুন, সন্ত্রাসী কর্মকাণ্ড অহরহ ঘটছে।এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে ঐক্যের বিকল্প নেই।এক্ষেত্রে ইসলামি দলগুলোর এগিয়ে আসার প্রয়োজন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘কর্মসংস্থানের অভাবে শিক্ষিত বেকার ছেলেরা জঙ্গিবাদের মতো ঘৃণ্য কাজে জড়িয়ে পড়ছে।’ তিনি পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জাতীয় ইসলামি মহাজোটের আহ্বায়ক আবু নাছের ওয়াহেদ ফারুকের সভাপতিত্বে সমমনা দলগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/আরএআর/ এপিএইচ/

আরও পড়ুন: এমপি রানার জামিনের আবেদন খারিজ