জনপ্রতিনিধিরা বরখাস্ত হওয়ায় এরশাদের বিস্ময়

এইচ এম এরশাদদেশে সম্প্রতি নির্বাচিত জনপ্রতিনিধিদের বরখাস্ত হওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এইচ এম এরশাদ। তিনি বলেন, ‘এ ধরনের নজির বিশ্বের কোথাও নেই।’
মঙ্গলবার (৪ এপ্রিল) বনানীতে দলীয় নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠানে এরশাদ বলেছেন, ‘চেয়ারম্যাননির্বাচিত হন জনগণের ভোটে। তাকে কেউ বরখাস্ত করতে পারে? তার গায়ে হাত তোলার ক্ষমতাও তো কারও নেই। কিন্তু সেটাই তো হচ্ছে এ দেশে। চেয়ারম্যানকেও বরখাস্ত করার ঘটনা এখন দেখছি।’
পৃথিবীর কোন গণতন্ত্রে এমনটি হয় প্রশ্ন তুলে জাপা চেয়ারম্যান আক্ষেপ প্রকাশ করে আরও বলেন, ‘বর্তমান সরকার উপজেলাকে বাস্তবায়ন করেছে। কিন্তু এই উপজেলা আর সেই উপজেলা নেই। কোর্ট-কাচারি নেই সেখানে। নেই চেয়ারম্যানদের ক্ষমতা। ’
অনুষ্ঠানে বরখাস্তদের নাম উচ্চারণ না করলেও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছের বরখাস্ত হওয়ার ঘটনারগুলোর ইঙ্গিতই দিয়েছেন এরশাদ।
এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভরায় বাংলা ট্রিবিউনকে জানান, মঙ্গলবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ও যোগদানকারী নেতারা।
/এসটিএস/জেএইচ/