হঠাৎ সাঈদীর আপিল শুনানি উদ্দেশ্যমূলক: ছাত্রশিবির

ছাত্র শিবিরজামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলোয়ার হোসাইন সাঈদীর আপিল শুনানি হঠাৎ কার্যতালিকায় আনা উদ্দেশ্যমূলক বলে মনে করছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির দাবি, এই শুনানির আড়ালে জড়িয়ে আছে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়নের প্রচেষ্টা।
মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় দলের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ও সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন বলেন, ‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে সরকার। ভারতের সঙ্গে রাষ্ট্রবিরোধী সামরিক চুক্তি বাস্তবায়ন থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে একের পর এক ষড়যন্ত্র ও নাটক করা হচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘হঠাৎ দেলোয়ার হোসেন সাঈদীর আপিল শুনানি কার্যতালিকায় আনা সরকারের ষড়যন্ত্রের আরেকটি ধাপ। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে গোলামী চুক্তির বিরুদ্ধে দেশপ্রেমিক জনতা ফুঁসে ওঠায় তা ধামাচাপা দিতে সাঈদীর ইস্যুকে সরকার পরিকল্পিতভাবে সামনে এনেছে। বিচারের নামে অবিচারের আড়ালে সরকার যে ভারতের কাছে দেশকে বিকিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে তাতে কোনও সন্দেহ নেই।’
ছাত্রশিবিরের দুই নেতা বিবৃতিতে হুমকি দিয়ে বলেছেন, ‘এখনও সময় আছে, ষড়যন্ত্র বন্ধ করুন। অন্যথায় এদেশের ছাত্রজনতা রাজপথ ভুলে যায়নি, তারা ঠিকই মাঠে নামবে।’
/এসটিএস/জেএইচ/