ভারতে হাসিনার সংবর্ধনায় বাংলাদেশের জনগণ খুশি নয়: খালেদা জিয়া

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে ভারত সফরকালে শেখ হাসিনাকে কে স্বাগত জানালো, কোথায় রাখা হলো, কেমন সংবর্ধনা দেওয়া হলো, তার এবং তার পিতার কী কী প্রশংসা করা হলো, তাতে বাংলাদেশের জনগণ খুশি নয়। বাংলাদেশের মানুষ আপ্যায়নের চেয়ে তাদের ন্যায্য পাওনা কী এসেছে, সেটা জানতে চায়। সেটা চুক্তি বা সমঝোতা স্মারকের সংখ্যা ও বন্ধুত্বের কথামালার ওপর নির্ভর করে না।’ গুলশানের নিজ কার্যালয়ে বুধবার বিকালে  সংবাদ সম্মেলনে খালেদা জিয়া এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন বলেন,‘দুর্ভাগ্যের বিষয় এসব জমকালো আনুষ্ঠানিকতার আড়ালে বাংলাদেশ যে বঞ্চিত ছিল, সেই বঞ্চিতই থেকে গেল। বাংলাদেশ আরও বেশি ক্ষতিগ্রস্ত হলো। দু’দেশের যৌথ ইশতেহারে যে গণতন্ত্রের কথা বলা হয়েছে, বাংলাদেশে এখন সেই গণতন্ত্র নেই। জনগণের কোনও অধিকার নেই। আইনের শাসন ও ন্যায়বিচার নেই। জনগণ তাদের অধিকার ও গণতন্ত্র ফিরে পাবার জন্য সংগ্রাম করছে। গণতান্ত্রিক ভারতের অবস্থান সেই গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে থাকবে, সেটাই সকলের প্রত্যাশা। তাহলেই দু’দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা আরও দৃঢ় ও ফলপ্রসূ হবে।’

/সিএ/ এপিএইচ/

আরও পড়ুন: 

‘জনগণকে অন্ধকারে রেখে ভারতের সঙ্গে চুক্তি করেছে সরকার’