প্রধানমন্ত্রী ভারতের কাছ থেকে ন্যায্য পাওনা আদায় করতে পারেননি: জামায়াত

জামায়াতে ইসলামীপ্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে তিস্তা নদীর পানি বণ্টন, সীমান্তে বাংলাদেশিদের গুলি করে হত্যা করা, বাণিজ্য ঘাটতি কমানোসহ দ্বিপাক্ষিক সমস্যার সমাধানের ন্যায্য কোনও দাবি আদায় করতে পারেননি বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার এক বিবৃতিতে দলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দলের সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের ন্যায্য দাবি আদায় ছাড়াই প্রতিরক্ষাসহ ১১টি চুক্তি এবং ২৪টি সমঝোতা স্মারক সই হয়েছে। কিন্তু দেশের জনগণের প্রাণের দাবি অনুযায়ী তিনি তিস্তা নদীর পানি বণ্টনে কোনও চুক্তি করতে পারেননি। তাই জনগণ চরমভাবে হতাশ ও বিক্ষুব্ধ।’

শফিকুর রহমান বলেন, ভারত তার ইচ্ছানুযায়ী সব পেলেও বাংলাদেশ ন্যায্য পাওনা আদায় করতে পারেনি। ফলে শেখ হাসিনার এ ব্যর্থতা জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। তাই আমি সব চুক্তি ও সমঝোতা স্মারকের বক্তব্য জাতির সামনে প্রকাশে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, ‘সরকারের এ ব্যর্থতায় দলের পক্ষ থেকে আগামী ১৫ এপ্রিল দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।’

/এসএনএইচ/