বিএনপির পাঁচ শতাধিক কর্মীকে গুম করা হয়েছে: মির্জা ফখরুল

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি: সংগৃহীত)আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপি নেতা ইলিয়াস আলীকে তুলে নিয়ে গিয়েছিল বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, ‘ইলিয়াস আলীর মতো বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে।’ সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইলিয়াস আলী গুমের ৫ বছর শীর্ষক আলোচনা সভার ফখরুল এসব কথা বলেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ইলিয়াস ইস্যুতে আমরা আরও শক্ত ভূমিকা নিতে পারতাম। তাকে গুম করার পর যে অবরোধ ডাকা হয়েছিল, তা সফল অবরোধ ছিল। এরপর কেন জানি আস্তে আস্তে থিতিয়ে গেলাম। আমাদের উচিত ছিল, দেশের আন্তর্জাতিক সংস্থাগুলোকে এ বিষয়ে বার বার অবহিত করা। এতে ইলিয়াস আলীকে না পাওয়া গেলেও আন্তর্জাতিক মহলে এ সরকারের মুখোশ উন্মোচন হতো।

গণবিচ্ছিন্ন এ সরকারের ক্ষমতায় থাকার কোনও নৈতিক অধিকার নেই উল্লেখ করে  মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি নেত্রকোনার হাওর অঞ্চলে গিয়েছিলাম, সেখানে মানুষের মধ্যে যে আগ্রহ দেখেছি এতে আমি বিশ্বাসের সঙ্গে বলতে পারি, আমরা একত্রিত হতে পারলে এ সরকারের পতন নিশ্চিত।’ তিনি বলেন, ‘ভারত যখন বলল, তিস্তার পানির চুক্তি করবে না, তখন সরকার কেন বলল না যে, তাহলে অন্য কোনও চুক্তিও হবে না। শুধু তিস্তা নয়, ৫৪টি নদীর পানির ন্যায্য অধিকার থেকে আমরা বঞ্চিত। নতজানু, সেবাদাস দিয়ে তিস্তার ন্যায্য হিস্যা পাওয়া যাবে না।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ও ইলিয়াস আলীর স্ত্রী তাহমিনা রুশদী লুনা, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

/সিএ/এমএনএইচ/