নাশকতার মামলায় বিএনপি নেতা খোকনের জামিন নামঞ্জুর

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকননাশকতার পাঁচ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার খোকন তার আইনজীবী সানাউল্লাহর মাধ্যমে পল্টন থানায় দায়ের নাশকতার ১০ মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

খোকনের আইনজীবী সানাউল্লাহ জানান, ঢাকা মহানগর হাকিম ১০ মামলার শুনানি শেষে পাঁচটি মামলায় জামিন দেন। কিন্তু অপর পাঁচ মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০১৫ সালে সারাদেশে হরতাল, অবরোধ চলাকালে বিভিন্ন গাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতার ঘটনায় তার বিরুদ্ধে ১০টি মামলা হয়।

/এসআইটি/বিএল/