গণতন্ত্রকে ধ্বংস করতেই খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করতেই সরকার বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘এ বিষয়ে দ্রুতই আমরা প্রেস মিট করবো। তবে এই ঘটনা সম্পর্কে বলা যায় যে, এ সরকার কোনোভাবেই গণতন্ত্রকে রক্ষা করবে না। কোনও কারণ ছাড়াই খালেদা জিয়ার অফিসে পুলিশের তল্লাশি গণতন্ত্রকে ধ্বংস করার অপচেষ্টা।’

গুলশানের ওই কার্যালয়ের সামনে থেকে বেসরকারি টেলিভিশনের একজন সাংবাদিক জানান, শনিবার সকাল ৭.২০  মিনিট থেকে পুলিশ তল্লাশি শুরু করে। এসময় ৮৬ নম্বর সড়কে প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়।

শনিবার সকাল ৮টার দিকে খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কিছুক্ষণ আগে ম্যাডামের কার্যালয়ে পুলিশ ঢুকেছে। তবে কেন এবং কী কারণে তারা এখানে এসেছে আমরা তা জানি না।’

অভিযানস্থলে থাকা এক সংবাদকর্মী বাংলা ট্রিবিউনকে জানান, ঘটনাস্থলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পৌঁছেছেন।

শায়রুল কবির খান জানান, চেয়ারপারসনের কার্যালয়ে অভিযানের বিষয়ে দলীয় অবস্থান জানানো হলে সময় জানিয়ে দেওয়া হবে।

/এসটিএস/এসটি/

আরও পড়ুন: 'নাশকতার সরঞ্জাম' খুঁজতে খালেদার কার্যালয়ে পুলিশ