‘মূর্তি’ অপসারণে বিজয় হয়েছে: চরমোনাই পীর

 

চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম, ছবি- সংগৃহীতদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জনমত ও ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান দেখিয়ে, তাদের দাবি মেনে ‘মূর্তি’ অপসারণ করায় মুসলমানদের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
মুফতি সৈয়দ রেজাউল করীম বলেন, ‘মুসলমানদের গণদাবি অনুযায়ী রমজানের আগেই গ্রিক দেবীর ‘মূর্তি’ অপসারণ করা হয়েছে। গণদাবির কাছে অশুভ শক্তির পরাজয় হয়েছে। গত ২১ এপ্রিল ইসলামী আন্দোলন বাংলাদেশ গ্রিক দেবীর মূর্তি অপসারণের দাবিতে ঢাকায় জাতীয় মহাসমাবেশ করেছিল।’
রেজাউল করীম বলেন, ‘অসাম্প্রদায়িকতার মানে এই নয় যে, কোনও নির্দিষ্ট জাতির ধর্মাচার অন্যের ওপরে চাপিয়ে দেওয়া। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে বিশেষ ধর্মের কোনও প্রতীক রাষ্ট্রীয় সর্বোচ্চ বিচারালয়ের সামনে স্থাপন করা অবশ্যই অসাম্প্রদায়িকতার পরিপন্থী ছিল। সুপ্রিম কোর্টের সামনে গ্রিক দেবীর ‘মূর্তি’ স্থাপন সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর রমজানের আগেই গ্রিক ‘মূর্তি’ সরিয়ে সঠিক কাজ করেছে। কিন্তু আমরা স্পষ্টভাষায় জানিয়ে দিতে চাই, ‘মূর্তি’ অপসারণের পর অন্যত্র স্থাপনের চেষ্টা বরদাশত করা হবে না।’
/সিএ/এপিএইচ/