গ্রিক দেবীর ভাস্কর্য পুনঃস্থাপনে ক্ষুব্ধ জামায়াত

জামায়াতে ইসলামীসুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক ভার্স্কয সরিয়ে অ্যানেক্স ভবনের সামনে স্থানান্তর করায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী। রবিবার (২৮ মে) বিকালে এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেন, ‘গ্রিক দেবীর মূর্তিটি নিয়ে যে লুকোচুরি খেলা হচ্ছে, তাতে দেশবাসীর মতো আমরাও ক্ষুব্ধ ও গভীরভাবে উদ্বিগ্ন।’
ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকারের ভেতরে লুকিয়ে থাকা কোনও মহল গ্রিক দেবীর মূর্তিটি নিয়ে পাতানো লুকোচুরি খেলা খেলে দেশকে বিশৃঙ্খল করে তোলার ষড়যন্ত্র করছে। গ্রিক দেবীর মূর্তির সঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও আইন-আদালতের কী সম্পর্ক, তা আমাদের মোটেই বোধগম্য নয়।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল দাবি করেন, ‘এ বিষয়টির (ভাস্কর্য অপসারণ ও পুনঃস্থাপন) বিচার বিভাগীয় তদন্ত করে এ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে।’
/এসটিএস/টিআর/