রামপাল চুক্তি বাতিলের দাবিতে ঢাবিতে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ

 

রামপাল চুক্তি বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিলরামপাল বিদ্যুৎকেন্দ্র চুক্তি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে ব্যবসায় শিক্ষা অনুষদ ঘুরে অপরাজেয় বাংলায় এসে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জোট নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, ‘রামপাল চুক্তিবিরোধী আন্দোলন একটি নৈতিক ও যৌক্তিক  আন্দোলন। ইউনেস্কোর মুখের দিকে তাকিয়ে আমরা এ আন্দোলন শুরু করিনি। তাই তাদের গতিবিধির ওপর আন্দোলনের গতিবিধি নির্ভর করছে না। এ ইস্যুতে ইউনেস্কোকে জড়িয়ে সরকারের মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানাই। সুন্দরবন বিনাশী রামপাল চুক্তি বাতিল না হওয়া পর্যন্ত জনগণকে সঙ্গে নিয়ে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।'

সমাবেশে উপস্থিতি ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জিএম জিলানী শুভ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তুহিন কান্তি দাস, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক জাহিদ সুজন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ-মার্কসবাদী) কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা,  সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স প্রমুখ।

/ইউআই/ এমএনএইচ/