জাসদে নারী নেতৃত্ব ১২ শতাংশ

জাসদ

হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দলে (জাসদ)নারী নেতৃত্ব প্রায় ১২ শতাংশ। সোমবার (৩১ জুলাই) দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশনে জমা দেওয়া এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশন (ইসি)-এর চাহিদা অনুযায়ী জাসদের পক্ষে দলটির সহ-দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন সোমবার দলের নারী নেতৃত্ব বিষয়ে সার্বিক প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনে বলা হয়, তাদের দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ১০৯ জন সদস্যের মধ্যে নারী রয়েছেন ১১ জন। শতকরা হিসাবে এ হার ১১ দশমিক ৯৯। এছাড়া দলের তৃণমূল পর্যায়ে নারী নেতৃত্বের হার কম-বেশি ৮ থেকে ৯ শতাংশ বলে দলটির প্রতিবেদনে জানানো হয়েছে।

সম্প্রতি নারী নেতৃত্বের অগ্রগতি বিষয়ক তথ্য জানতে নিবন্ধিত দলগুলোকে চিঠি দেয় ইসি। চিঠির জবাবে জাসদ এ তথ্য জানায়।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর বিধান অনুসারে ইসি’তে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সব স্তরে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব থাকতে হবে। ২০২০ সালের মধ্যে এটি নিশ্চিত করতে বলা হয়েছে দলগুলোকে।  

এ বিষয়ে জাসদ বলেছে, নারী নেতৃত্বের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনে তারা আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার কারণে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি।২০২০ সালের মধ্যে দলে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব থাকবে বলেও আশা প্রকাশ করা হয়।

/ইএইচএস/এএইচ/এপিএইচ/