ষোড়শ সংশোধনী বাতিল: প্রধান বিচারপতির মন্তব্যে সংক্ষুব্ধ তরিকত

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বসর মাইজভাণ্ডারী ও মহাসচিব এম এ আউয়ালষোড়শ সংশোধনীর রায়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পর্যবেক্ষণে মন্তব্য করেন ‘এক ব্যক্তির নেতৃত্বে দেশ স্বাধীন হয়নি’। এ কারণে সংক্ষুব্ধ হয়েছে ক্ষমতাসীন জোটের শরিক বাংলাদেশ তরিকত ফেডারেশন। মঙ্গলবার (১৫ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে দলের কার্যালয়ে আয়োজিত সভায় এ মন্তব্য করেন নেতারা।
জাতীয় শোক দিবসে আয়োজিত এক সভায় দলটির মহাসচিব এম এ আউয়াল বলেছেন, ‘ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করেছেন। জাতি প্রধান বিচারপতির কাছে এ ধরনের পর্যবেক্ষণ আশা করে না। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন না হলে প্রধান বিচারপতিও তার পদ অলঙ্কৃত করতে পারতেন না।
বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিবের অভিযোগ, দেশে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তার ভাষ্য, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের অভিষ্ট লক্ষ্যে ছুটে চলার সময় জঙ্গি তৎপরতা ষড়যন্ত্রের লক্ষ্মণ।’
শোকসভায় আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ হাবিবুল বসর, যুগ্ম মহাসচিব আবু দাউদ মসনভী হায়দার, সৈয়দ তৈয়্যবুল বসর মাইজভাণ্ডারি প্রমুখ। সভাপতিত্ব করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বসর মাইজভাণ্ডারি।

/এসটিএস/জেএইচ/