সুষ্ঠু নির্বাচন দেবে না বলেই শেখ হাসিনার অধীনে নির্বাচন: রিজভী

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী

আওয়ামী লীগ কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেবে না বলেই দলটির সাধারণ সম্পাদক দলীয় প্রধান শেখ হাসিনার অধীনে নির্বাচনের কথা বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (৪ সেপ্টেম্বর) সাড়ে ১১টায় বিএনপির নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি যখন সবখানে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আবারও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। নির্বাচন কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষের যে সংলাপ চলছে, সেখানে প্রায় সবাই সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন নির্দলীয় সহায়ক সরকারের পক্ষে কথা বলেছেন। কিন্তু আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নির্বাচনি ঘর অগোছালো রেখে তাদের দলীয় উদ্দেশ্য সাধন করছে।’ এসময় ক্ষমতাসীনদের স্বেচ্ছাচারিতার কারণেই রাজনৈতিক বোঝাপড়ার জায়গাটা হারিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘মিয়ানমার বাহিনীর হেলিকপ্টার বার বার বাংলাদেশের সীমা অতিক্রম করলেও সরকার দায়সারা প্রতিবাদ লিপি দিয়ে কর্তব্য শেষ করেছে। কারণ, তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। তারাও দেশে গুম, হত্যা, বিচার বর্হিভূত হত্যা ও নির্যাতনের মাধ্যমে ক্ষমতা আকঁড়ে ধরে আছে। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর বর্বরতা ও বাংলাদেশ সরকারের মধ্যে অনেকাংশেই মিল পাওয়া যায়। তাই তাদের নৈতিক মনোবল বা শক্তি না থাকায় জোরালো কূটনৈতিক তৎপরতা চালাতে পারছে না। প্রত্যুত্তর দিতে পারছে না।’

রিজভী বলেন, ‘ক্ষমতাসীন দলের প্রধান থেকে শুরু করে অন্যান্য নেতারা বিএনপি চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে পরনিন্দায় মুখর থেকেছে।’

তিনি জানান, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ম কারামুক্তি দিবস উপলক্ষে আগামীকাল (মঙ্গলবার) বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। ওই দিন (১৩ সেপ্টেম্বর) কারমুক্তি দিবসের আলোচনা সভা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে।