কল্যাণ পার্টির মহাসচিবকে ফেরতের দাবি জামায়াতের

জামায়াতে ইসলামীকল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমানসহ এ পর্যন্ত যারা গুম হয়েছেন তাদের সবাইকে পরিবার-পরিজনদের কাছে অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান। সোমবার (০৪ সেপ্টেম্বর) বিকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, কল্যাণ পার্টির মহাসচিব নিখোঁজ হওয়ার পর এখনও তার কোনও সন্ধান না পাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ডা. শফিকুর রহমান।

বিবৃতিতে বলা হয়, ‘অতিসম্প্রতি বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমানকে গুম করার পর অদ্যাবধি তার কোনও সন্ধান না পাওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় দেশবাসী গভীরভাবে উদ্বিগ্ন ও শঙ্কিত। কল্যাণ পার্টির মহাসচিবকে গুম করার ঘটনার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে, দেশের মানুষের জানমালের কোনও নিরাপত্তা নেই। তাকে গুম করার প্রায় এক সপ্তাহ অতিক্রান্ত হলেও অদ্যাবধি তাকে উদ্ধার করতে না পারাটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম ব্যর্থতা। এ ঘটনার দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।’

শফিকুর রহমান আরও বলেন, ‘রাজনৈতিক দলের নেতা-কর্মী, ছাত্র, যুবক এবং ব্যবসায়ীদের পরিকল্পিতভাবে অপহরণ ও গুম করা হচ্ছে। রাজনৈতিক দলের নেতা-কর্মীদের গ্রেফতার, গুলি করে হত্যা ও গুমের মাধ্যমে দেশে এক বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে অহরহ। একটি সভ্য গণতান্ত্রিক দেশে এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’