রোহিঙ্গা ও সমসাময়িক রাজনীতি নিয়ে আ.লীগের বৈঠক বৃহস্পতিবার

আওয়ামী লীগআওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বৈঠকে বসছে আগামীকাল বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) । এতে রোহিঙ্গা সংকটে দলীয় অবস্থান নির্ধারণ এবং দলের সাংগঠনিক ও সমসাময়িক রাজনৈতিক ইস্যু গুরুত্ব পাবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বুধবার (০৬ সেপ্টেম্বর) আওয়ামী লীগের দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘বৈঠকে দলের সাংগঠনিক কর্মকাণ্ড ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হবে।’ দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

এছাড়া, আগামী ৯ সেপ্টেম্বর বেলা ১১টায় কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা হবে। সভায় সংশ্লিষ্ট সবাইকে  যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম । এ বৈঠকের বিষয়ে ১৪ দলীয় জোটের শরিক কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ডা. অসিত বরুণ রায় বলেন, ‘রোহিঙ্গা ইস্যু, প্রধান বিচারপতি এবং সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হবে। এর বাইরেও আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।’