রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)রোহিঙ্গাদের নিয়ে বিএনপি রাজনীতি করতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এ নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। আমরা চাই এ সংকট মোকাবিলা করতে। আর তা করতে হলে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। কারণ, এটা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আগ্রাসন।’

সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার দশম কারামুক্তি দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি।

রোহিঙ্গা সংকটকে একটি জাতীয় সমস্যা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা নাকি রোহিঙ্গা ইস্যুতে রাজনীতি করছি। একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই- রোহিঙ্গা ইস্যুতে আমরা কোনও রাজনীতি করতে চাই না।’ তিনি আরও বলেন, ‘সারা বিশ্ব যখন রোহিঙ্গা ইস্যুতে কথা বলছে, তখন সরকার কোনও প্রকার প্রস্ততি নিচ্ছে না। বিএনপি যখন কথা বলতে শুরু করেছে, তখন আওয়ামী লীগও বলতে শুরু করেছে।’

রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে মিয়ানমারকে বাধ্য করতে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘রোহিঙ্গাদের স্থায়ীভাবে আশ্রয় দিতে বলছি না। তাদের সাময়িকভাবে আশ্রয় দেওয়া হোক। পরবর্তী সময়ে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে মিয়ানমার সরকারকে বাধ্য করা হোক।’

তিনি আরও বলেন, ‘দেশে মানুষ যখন প্রস্ততি নিচ্ছে একটি নির্বাচনের জন্য, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য, ঠিক সেইসময় নির্বাচনী আওয়াজ শুনতে পেয়ে সরকার ও তাদের লোকেরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতা-কর্মীদের বন্দি করে তারা (আওয়ামী লীগ) নির্বাচনী কৌশল  গ্রহণ করছে। কিন্তু দেশের জনগণ তা নেবে না।’ দেশবাসী একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্ততি নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘শেখ হাসিনার অধীনে নির্বাচনের প্রশ্নই আসে না। নির্বাচন হবে সহায়ক সরকারের অধীনে। এ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের কাজও এত সহজে হবে না। তাই কঠোর আন্দোলনের জন্য সবাইকে প্রস্ততি নিতে হবে।’

মির্জা ফখরুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, জয়নুল আবেদীন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু প্রমুখ। সভা সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।