ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণে রবিবার কক্সবাজার যাচ্ছে আওয়ামী লীগের টিম

রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ (ফাইল ছবি)

রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণ করতে রবিবার (১৭ সেপ্টেম্বর) আবারও কক্সবাজার যাচ্ছেন আওয়ামী লীগের চার সদস্যের প্রতিনিধি দল। দলটির উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এবং ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী রবিবার কক্সবাজার যাচ্ছেন। তারা দুই দিন সেখানে অবস্থান করবেন। সেসময় তারা রোহিঙ্গাদের আশ্রয় কেন্দ্রগুলো ঘুরে দেখবেন এবং ত্রাণ বিতরণে কোনও অনিয়ম চলছে কিনা তা পর্যবেক্ষণ করবেন।

এ ছাড়াও প্রতিনিধি দলটি সেখানে দলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় সভা করবেন বলেও জানা গেছে।