সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় খালেদা জিয়ার নিন্দা

ডিবিসি টেলিভিশনের গাড়ির কাচ ভাঙচুর করে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা। ছবি-সালমান তারেক শাকিল

ফেনীর ফতেহপুর ও চট্টগ্রামের বারইয়ারহাটে সাংবাদিকদের ওপরে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় তার ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

শিমুল বিশ্বাস বলেন, ‘কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের রওনা দেওয়া গাড়িবহরে হামলার ঘটনা এবং এই কর্মসূচি কাভার করতে আসা সাংবাদিকদের গাড়িতে হামলার কথা জেনে উনি (খালেদা জিয়া) দুঃখ প্রকাশ করেছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ করেছেন তিনি।’  

ফেনীতে বাংলা ট্রিবিউনের সাংবাদিককে বহনকারী গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা

তিনি আরও বলেন, ‘যেসব সাংবাদিক আহত হয়েছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে ও খোঁজখবর নিতে ম্যাডাম আমাদের নির্দেশনা দিয়েছেন।’

উল্লেখ্য, শনিবার বিকাল পাঁচটার দিকে ফেনী জেলার মহীপালের ফতেহপুর এলাকায় প্রথম দফায় সাংবাদিকদের ওপর হামলা করে দুষ্কৃতকারীরা। দ্বিতীয় দফায় চট্টগ্রামের মীরেরসরাই উপজেলার বারইয়ারহাটে আরও কয়েকজন সাংবাদিক দুর্বৃত্তদের হামলার স্বীকার হন।এসব ঘটনায় বৈশাখী ও ডিবিসি টেলিভিশনের দুটি গাড়িসহ সাংবাদিকদের বহনকারী আরও একটি গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গোলাম মোরশেদ বিজু ও ৭১ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি শফিক আহমেদ। 

 

এ সংক্রান্ত আরও খবর:

খালেদার গাড়িবহরে হামলা: ৩ গাড়িসহ টিভি ক্যামেরা ভাঙচুর, আহত ২