কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা হলেন খালেদা জিয়া


রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণকালে খালেদা জিয়া। ছবি: সালমান তারেক শাকিলরোহিঙ্গাদের ত্রাণ দিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে শহরের সার্কিট হাউজ থেকে তার গাড়ি বহর চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা হয়। আজ রাতে চট্টগ্রামে যাত্রাবিরতি করবেন বিএনপির চেয়ারপারসন।

সার্কিট হাউজ ত্যাগ করার সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন খালেদা জিয়া। এ সময় তিনি ধৈর্য সহকারে কর্মসূচি বাস্তবায়ন করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খালেদা জিয়া বলেন, ‘আপনারা অনেক কষ্ট করেছেন। এই কষ্টের ফল আপনারা পাবেন। আপনারা ধৈর্য ধরেছেন। এই শ্রম বৃথা যাবে না। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।’
খালেদা জিয়াকে এগিয়ে দিতে কক্সবাজারের নেতাকর্মীদের গাড়িও বহরের সঙ্গে রওয়ানা হয়েছে। চট্টগ্রাম জেলার সীমানা পর্যন্ত গাড়িবহরকে এগিয়ে দেবেন তারা।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, ‘চট্টগ্রামের সার্কিট হাউজে দলের চেয়ারপারসন রাত যাপন করবেন। আগামীকাল মঙ্গলবার ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। মাঝপথে ফেনীতে যাত্রাবিরতি করবেন বিএনপির চেয়ারপারসন।’
উল্লেখ্য, গত শনিবার ঢাকা থেকে কক্সবাজারের উখিয়ায় ত্রাণ দেওয়ার জন্য রওয়ানা করেন খালেদা জিয়া। ফেনী, চট্টগ্রামে বিরতি দিয়ে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত রোহিঙ্গাদের তিনটি ক্যাম্প ও একটি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন বিএনপির প্রধান।