ঢাকার পথে খালেদা জিয়া, ফেনীতে যাত্রাবিরতি নাও হতে পারে

চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে বের হচ্ছেন খালেদা জিয়াকক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণের পর রাতে চট্টগ্রামে অবস্থান করে ঢাকার পথে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে তিনি যাত্রা করেন। বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম বিএনপির নেতাদের নির্দেশনা দিয়ে ঢাকার পথে রওয়ানা দিয়েছেন চেয়ারপারসন। নগরীর সার্কিট হাউজ থেকে নেতাদের নিয়ে বেরিয়ে গেছেন ম্যাডাম। সন্ধ্যা নাগাদ তার বাসভবনে পৌঁছানোর কথা।’
এদিকে, খালেদা জিয়ার সফরকে কেন্দ্র করে ফেনীতে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে উত্তেজনা বাড়ছে। বিএনপি চেয়ারপারসনের একটি সূত্র জানায়, এ পরিস্থিতিতে ফেনীতে যাত্রাবিরতি নাও দিতে পারেন খালেদা জিয়া। এ ক্ষেত্রে সরাসরি কোনও বক্তব্য দিতে রাজি হননি কোনও বিএনপি নেতা।
জানা গেছে, শনিবার (২৮ অক্টোবর) ঢাকা থেকে চট্টগ্রামের পথে রওনা দেওয়ার পর ফেনীতে পৌঁছালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজকে ফিরতি যাত্রায় বিরতি এড়িয়ে যেতে পারেন বিএনপি চেয়ারপারসন। শায়রুল কবির বলেন, এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।