খালেদা জিয়ার মতো শেখ হাসিনারও দৃষ্টান্ত স্থাপন করা উচিত: মওদুদ

আলোচনা সভায় মওদুদ আহমদবিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ‘খালেদা জিয়া যদি সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে পারেন, তাহলে শেখ হাসিনা কেন পারবেন না। খালেদা জিয়া যে দৃষ্টান্ত স্থাপন করেছেন শেখ হাসিনারও তা করা উচিত। আওয়ামী লীগের তো বর্তমান সংসদে দুই-তৃতীয়াংশ মেজরিটি আছে। তারা চাইলে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে পারেন।’  

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এই আলোচনা সভার আয়োজন করে।

মওদুদ বলেন, ‘আওয়ামী লীগ যদি এতোই জনপ্রিয় হয় যে মানুষ আবারও তাদের ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে, তাহলে একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। যাতে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো-এ অধিকার ফিরিয়ে দিতে পারেন। যদি আওয়ামী লীগ সংবিধান সংশোধন করে আবার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনে তাহলে আমি অভিনন্দন জানাবো। দেশের মানুষও আওয়ামী লীগকে স্মরণ করবে।’   

তিনি আরও বলেন, ‘নির্বাচনের ৯০ দিন আগে সংসদ ভেঙে দিতে হবে। নির্বাচনকালীন সময়ে সরকার শুধু রুটিন ওয়ার্ক করবে এটা আমরা বিশ্বাস করি না। কারণ আওয়ামী লীগ মুখে যা বলে তা বিশ্বাস করে না। তারা মুখে বলে এক কথা আর কাজে আরেক কথা। এছাড়া বাংলাদেশের কোনও রাজনৈতিক দল আরেক দলকে বিশ্বাস করে না। আওয়ামী লীগ যেমন বিএনপিকে '৯৬ সালে বিশ্বাস করে নাই। তখন তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিল।’ 

দেশে আর কোনও এক দলীয় নির্বাচন হতে দেওয়া হবে না মন্তব্য করে মওদুদ বলেন, ‘আগামী নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে। সেই নির্বাচনে বিএনপির নেতৃত্বধীন ২০ দলীয় জোট বিপুল ভোটে জয়লাভ করবে। খালেদা জিয়া হবেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার যেসব অনৈতিক কর্মকাণ্ড করছে দেশের মানুষ এর জবাব দেবে আগামী নির্বাচনে।’ 

সংগঠনের চেয়ারম্যান আজহারুল ইসলাম সভাপতিত্বে এই সভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন, জাতীয় পার্টি (কাজী জাফর) নেতা আসহাস হাবিব লিংকন, কৃষক দল নেতা শাহজাহান মিয়া প্রমুখ।