বিদ্যুতের দাম বৃদ্ধি : ৩০ নভেম্বর আধা বেলা হরতাল

বিদ্যুতের দাম না বাড়ানোর দাবিতে বুধবার বিক্ষোভ করেছিল সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বামমোর্চাবিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে হরতাল ডেকেছে গণতান্ত্রিক বামমোর্চা, সিপিবি ও বাসদ।  বৃহস্পতিবার  (২৩ নভেম্বর) বিকালে পুরানা পল্টনে জোটের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জোটের শরিক দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

জোনায়েদ সাকি বলেন, ‘সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে আমরা এ হরতাল দিয়েছি। অবিলম্বে সরকারকে বিদ্যুতের দাম বাড়ানোর অবস্থান থেকে সরে আসতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

এদিকে বুধবার (২২ নভেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বামমোর্চা বিদ্যুতের দাম না বাড়াতে সমাবেশ করেছিল।