জেরুজালেমে ইসরাইলের রাজধানী: শুক্রবার জামায়াতের বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীজেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্টের স্বীকৃতি প্রদানের প্রতিবাদে শুক্রবার  (৮ ডিসেম্বর) দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ডেকেছে জামায়াত। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় দলের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন।
জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুসলমানদের  পবিত্র স্থান জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি প্রদানের ঘটনায় গোটা মুসলিম উম্মাহ বিক্ষুব্ধ, মর্মাহত ও বিস্মিত। তার এ স্বীকৃতি মধ্য প্রাচ্যের শান্তি পরিকল্পনাকে ভেঙে চুরমার করে দিয়েছে।’
জামায়াত নেতা বলেন, ‘সারাবিশ্বের মুসলমানদের প্রথম কেবলা ও প্রাণের স্পন্দন পবিত্র মসজিদুল আকসা জেরুজালেম শহরেই অবস্থিত। কাজেই জেরুজালেম শহরটি কখনও ইসরাইলের রাজধানী হতে পারে না।’
জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করা থেকে ইসরাইলকে বিরত রাখার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘ এবং ওআইসিসহ সব শান্তিকামী রাষ্ট্রের প্রতি আহ্বান জানান মুজিবুর রহমান। পাশাপাশি স্বীকৃতি প্রদানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করার জন্য আহ্বান জানান।

আরও পড়ুন: 

জোর করে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে না: জাতিসংঘ