ছাত্রলীগের বক্তব্য হাসির খোরাক দিয়েছে: ছাত্রদল

ছাত্রদলবিভিন্ন দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ ছাত্র-ছাত্রীদের ভিসিকে অবরুদ্ধ এবং মারামারির ঘটনায় ছাত্রদলের নাম জড়িয়ে ছাত্রলীগ সভাপতির বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ।

সংগঠনের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারী স্বাক্ষরিত বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ‘যৌক্তিক ও গ্রহণযোগ্য সব দাবির প্রতি ঢাবি প্রশাসন বরাবরই উদাসীন। সেখানে বর্তমানে ছাত্র সংগঠনগুলোর মধ্যে কোনও সহাবস্থান নেই। বিশেষ করে খুব পরিকল্পিতভাবে ছাত্রদলকে জোর জবরদস্তি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে রাখা হচ্ছে। আমাদের নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ছাত্রলীগ সভাপতির এহেন মনগড়া বক্তব্য শুধুই সবার হাসির খোরাক যোগাবে; আর কিছু নয়।’

এতে আরও বলা হয়, ‘ছাত্রলীগ সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এখন বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা ফুঁসে উঠেছে। সাধারণ ছাত্রছাত্রীদের এই ফুঁসে ওঠা যেকোনও সময় জনবিস্ফোরণে রূপ নিতে পারে। আর যদি সেটাই হয় তাহলে নিরীহ ছাত্রদের ওপর স্টিমরোলার চালানো সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ তখন আর পালানোর পথ পাবে না।’

অবিলম্বে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতার এবং সুষ্ঠু বিচার দাবি করেন ছাত্রদল নেতারা।